টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ
সারা দেশে ১ কোটি দরিদ্র পরিবারে স্বল্পমূল্যে খাদ্যপণ্য বিক্রিতে টিসিবি পণ্য বিতরণ কার্ড দেয়া হয়েছে। টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার (১৯ অক্টোবর) দুপুরে টিসিবির পণ্য বিতরণকালে অনিয়মের কথা তুলে ধরেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা জানান, যারা কার্ড পাওয়ার উপযোগী তাদের না দিয়ে পছন্দমতো লোকদের টিসিবির কার্ড দিয়েছে। এছাড়া একই পরিবার থেকে ৩-৪ জনকে কার্ড দেয়া হয়েছে।
পণ্য বিতরণের সময় দেখা যায় কার্ডের মাধ্যমে নিম্ন ও মধ্য-বৃত্ত পরিবারকে মালামাল প্রদান করার কথা থাকলেও কার্ডে অন্তর্ভুক্ত করা হয় বিত্তবানদের। তালিকায় অনিয়ম হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তারা জানান, পছন্দমতো লোকদের টিসিবির কার্ড দেয়ায় নিম্ন ও মধ্য-বৃত্ত পরিবার এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
আসাদ ভূঁইয়া