আর্কাইভ থেকে বাংলাদেশ

ফারমার্স ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যানের ছেলের জামিন বাতিল

 

ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীর বিরুদ্ধে দুর্নীতির মামলায় জামিন বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (১জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে আইনজীবী ছিলেন খুরশীদ আলম খান।

১’শ ৬০ কোটি টাকা আত্মসাতের মামলায় গত ২৬ জানুয়ারি রাশেদুল হক চিশতীকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এ আদেশ স্থগিত চেয়ে আপিল করে দুদক। এর আগেও ফেব্রুয়ারীর ১ তারিখে চিশতীকে হাইকোর্ট জামিন দিযেছিলেন। সেই জামিনও স্থগিত করেছিলেন আপিল বিভাগ। বৃহস্পতিবার আবেদনের শুনানী হয়। সেই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার এ আদেশ দেন আদালত।

এর আগেও তাকে একাধিক মামলায় ঢাকার নিম্ন আদালত জামিন পেয়েছিলেন চিশতী। ওই জামিন স্থগিত চেয়ে হাইকোর্টে দুর্নীতি দমন কমিশন আবেদন করে। সেই আবেদনের প্রেক্ষিতে জামিন স্থগিত করেছিলেন হাইকোর্ট। 

চিশতীর বিরুদ্ধে ২০১৮ সালে গুলশান থানায় ১৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছিলো দুদক। মামলায় অন্যান্য অভিযুক্তরা হলেন, বাবুল চিশতীর স্ত্রী রোজী চিশতী, ছেলে রাশেদুল হক চিশতী, ব্যাংটির প্রথম প্রেসিডেন্ট মাসুদুর রহমান খান।,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়া উদ্দিন আহমেদ এবং ব্যাংকটির বর্তমান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন।  মামলার আসামী দেলোয়ারকে গ্রেফতারও করেছিলো দুদক।

এ সম্পর্কিত আরও পড়ুন