এক বছরে ৮৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রসাশন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ১ বছরেরও কম সময়ের মধ্যে ৮৫ হাজারের বেশি মার্কিন ভিসা বাতিল করেছে।
মঙ্গলবার (০৯ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে।
স্টেট ডিপার্টমেন্টের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিএনএন জানিয়েছে, জানুয়ারি মাস থেকে ট্রাম্প প্রশাসন এই ভিসাগুলো বাতিল করেছে।
ভিসা বাতিলের এই সংখ্যা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময়ে গত বছরের সংখ্যার দ্বিগুণের চেয়েও বেশি। প্রায় অর্ধেক ভিসা বাতিল করা হয়েছে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, আক্রমণ এবং চুরির মতো অপরাধের কারণে।
এসএইচ//