আর্কাইভ থেকে ক্রিকেট

৭ বছর পর ফের বাংলাদেশে আসছে ভারত

আবারো বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল। দীর্ঘ ৭ বছর পর পহেলা ডিসেম্বর বাংলদেশ সফরে আসার ঘোষণা দিয়েছে ভারত। সিরিজে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দ্বিতীয় পর্বের দুটি টেস্ট ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানায়, এই টেস্ট ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ দ্বিতীয় চক্রের অংশ হবে। বাংলাদেশে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে ভারত।

ঢাকার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। এরপর প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং দ্বিতীয় টেস্ট হবে ঢাকার মিরপুরে।

ম্যাচগুলো যথাক্রমে ৪, ৭ এবং ১০ ডিসেম্বরে মাঠে গড়াবে। ওয়ানডে সিরিজ শেষে দুই দল চট্টগ্রামে রওয়ানা দেবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১৪ ডিসেম্বর শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট। ১৮ ডিসেম্বর প্রথম টেস্ট শেষে আবার ঢাকার উদ্দেশে পাড়ি জমাবে দুই দল। সেখানে ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার সফরের শেষ ম্যাচ দ্বিতীয় টেস্টটি।

এর আগে ২০১৫ সালে বাংলাদেশে সর্বশেষ বার খেলতে এসেছিল ভারতীয়রা। ওই বছরেরে বিশ্বকাপের পর সেবার বাংলাদেশে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হার দেখেছিল মহেন্দ্র সিং ধোনির দল।

 

এ সম্পর্কিত আরও পড়ুন