আমিরাতে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত
নানা কর্মসূচির মধ্যদিয়ে গেলো (১৮ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইব্রাহিম ওসমান আফলাতুন সিআইপির সভাপতিত্বে ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাফর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রসায়নবিদ ড.মোঃ জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ -সভাপতি ড. আবুল ফজল, কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল হোসেন সুমন,বঙ্গবন্ধু ফাউন্ডেশন রাস আল খাইমাহ কমিটির সভাপতি জসিম মল্লিক, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন মল্লিক সহ- সভাপতি আবু ছায়িদ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরআলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন এহসান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মির্জা, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন মোহাম্মদ লিটন প্রমুখ ।