আর্কাইভ থেকে রেসিপি

তার্কিশ ডেজার্ট মাহলাবিয়া

মাহলাবিয়া একটি তার্কিশ ডেজার্ট। বর্তমানে বাংলাদেশেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এ খাবারটি। দুধের তৈরি একটি পুডিং মাহলাবিয়া যা খেতেও বেশ সুস্বাদু। ছোট-বড় সকলেরই পছন্দের তালিকায় আছে এটি। চলুন জেনে নেয়া যাক মজাদার মাহালাবিয়া তৈরির রেসিপিটি-

উপকরণ:

তরল দুধ- দুই কাপ

কর্নফ্লাওয়ার- চার টেবিল চামচ

চিনি- চার টেবিল চামচ

গোলাপজল- এক চা চামচ

বাদাম কুচি- প্রয়োজন মতো

প্রণালী:

প্রথমে একটি প্যানে দুধের সঙ্গে বাদাম বাদে বাকি সব উপকরণ মিশিয়ে নিন। ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলায় দিয়ে ঘন করে নিন। কিছুক্ষণ পর ঘন হয়ে গেলে নামিয়ে হালকা ঠাণ্ডা করে নিন। একটু ঠাণ্ডা হলে বাটিতে ঢেলে ফ্রিজে রেখে দিন চার থেকে পাঁচ ঘণ্টার জন্য। চার থেকে পাঁচ ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার মাহালাবিয়া।

এ সম্পর্কিত আরও পড়ুন