দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান
বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ভারত সফর শেষে দেশে ফিরেছেন।
শনিবার (৬ ফেব্রুয়ারি) বিমানবাহিনীর একটি এএন-৩২ বিমানের মাধ্যমে তিনি দেশে প্রত্যাবর্তন করেন।
সফরকালে বিমানবাহিনী প্রধান ভারতের বেঙ্গালেরুতে অনুষ্ঠিত ‘দি থার্টিন্থ এডিশন অব দা বেনিয়েল এয়ার শো, অ্যান্ড এভিয়েশন এক্সিবিশন অ্যারো ইন্ডিয়া-২০২১-এ প্রদর্শিত বিভিন্ন বিমানের এরিয়াল ডিসপ্লে প্রত্যক্ষ করার পাশাপাশি তিনি ভারতীয় বিভিন্ন সামরিক সরঞ্জামাদি নির্মাতা প্রতিষ্ঠান ও পৃথিবীর অন্যান্য স্বনামধন্য প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন পরিদর্শন করেন।
এছাড়াও বিমানবাহিনী প্রধান সফরকালে বিভিন্ন বিষয়ের ওপর আয়োজিত সেমিনার ও ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন।
ইন্ডিয়ান ওশান রিজন ডিফেন্স মিনিস্টার কনক্লেভে তিনি হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডিজাস্টার রিলিফ এক্টিভিটিস বিষয়ে তিনি বক্তব্য প্রদান করেন।
সফরকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান, ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়া এবং ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
এছাড়াও এয়ার শো’তে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে পেশাগত বিষয়ে মতবিনিময় করেন।
বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সঙ্গে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় ও পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে।
এই সফরের মাধ্যমে বিমান বাহিনীর সঙ্গে বিভিন্ন দেশের বিমানবাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নসহ ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
বিমানবাহিনী প্রধান ভারতীয় বিমানবাহিনী প্রধানের আমন্ত্রণে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ‘দি থার্টিন্থ এডিশন অব দা বেনিয়েল এয়ার শো, অ্যান্ড এভিয়েশন এক্সিবিশন অ্যারো ইন্ডিয়া-২০২১-তে অংশগ্রহণের জন্য গত ২ ফেব্রুয়ারি বিমানবাহিনীর একটি বিমানে ভারত সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এস মুন্নী