আর্কাইভ থেকে করোনা ভাইরাস

প্রথম দিনে সারদেশে করোনা ভ্যাকসিন নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন

প্রথম দিনে সারদেশে করোনা ভ্যাকসিন নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন। এর মধ্যে ঢাকায় করোনা ভ্যাকসিন নিয়েছেন ৫ হাজার ৭১ জন। প্রথম ডোজ নেওয়ার ৪ সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ নিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে আজ রোববার সকালে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনার ভ্যাকসিন নিয়ে গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথম দফায় অগ্রাধিকারভিত্তিক ১৮ শ্রেণির করোনাসম্মুখযোদ্ধা এবং ৫৫ বছর-ঊর্ধ্ব নাগরিকরা বিনামূল্যে এই টিকা পাবেন। মন্ত্রী-এমপিসহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রথম দফায় টিকা নেবেন। এতে জনগণ আরও উদ্বুদ্ধ হবে। আপনারা টিকা নিন, সুস্থ থাকুন।

মন্ত্রী আরও জানান, ভ্যাকসিন নিয়ে কোনো সমালোচনা নয়, প্রথমে মন্ত্রী ও ভিআইপিদের নেওয়ার মাধ্যমে আস্থা বাড়বে। ভ্যাকসিন কার্যক্রম দিনের বিভিন্ন সময়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রধান বিচারপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও মন্ত্রিপরিষদ সচিব টিকা নেবেন।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন