অস্তিত্বের লড়াইয়ে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ
আজ ওয়েস্ট ইন্ডিজের অস্তিত্বের লড়াই, টিকে থাকার লড়াই, বাঁচা মরার লড়াই। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে জিততেই হবে, ওয়েস্ট ইন্ডিজের সামনে সমীকরণটা এমনই।
এমন পরিস্থিতিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান।
উইন্ডিজ দলে আছে একটি পরিবর্তন। ব্রেন্ডন কিং ঢুকেছেন দলে, তাকে জায়গা ছেড়ে দিতে হয়েছে শামার ব্রুকসকে। ওদিকে আয়ারল্যান্ড অপরিবর্তিত দল নিয়েই নেমেছে এই ম্যাচে।
বি গ্রুপে চার দলের সবার ২ পয়েন্ট। দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সমানতালে পাল্লা দিচ্ছে স্কটল্যান্ড। আজ হারলেই নিকোলাসদের বিদায়।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
কাইল মায়ার্স, জনসন চার্লস, এভিন লুইস, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান (অধিনায়ক/উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, আকিল হোসেইন, ওডেন স্মিথ, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়।
আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, সিমি সিং, ব্যারি ম্যাকার্থি, জশুয়া লিটল