আর্কাইভ থেকে জাতীয়

গাড়ি বন্ধের বিষয়ে কিছুই জানেনা বিআরটিএ চেয়ারম্যান

দেশের কোথাও গাড়ি বন্ধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। কেউ কোনো দাবি-দাওয়াও জানায়নি। মালিক শ্রমিকরা জানিয়ে ধর্মঘট করে না। বলেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান কর্যালয়ে এসব কথা বলেন তিনি।

বিআরটিএ চেয়ারম্যানি আরো বলেন, কিছু রাজনৈতিক দল যেখানেই সমাবেশ করে, সেখানেই গাড়ি বন্ধ করে দেওয়া হয়। এতে জনসাধারণ ভোগান্তিতে পড়ছে, জিম্মি হচ্ছে।

বিআরটিএ কি কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন