আইরিশদের ১৪৭ রানের টার্গেট দিলো ওয়েস্ট ইন্ডিজ
আজ ওয়েস্ট ইন্ডিজের অস্তিত্বের লড়াই, টিকে থাকার লড়াই, বাঁচা মরার লড়াই। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে জিততেই হবে, ওয়েস্ট ইন্ডিজের সামনে সমীকরণটা এমনই। আর এই সমীকরণে টস জিতে ব্যাট করতে নেমে উইন্ডিজ তুলতে পেরেছে মোটে ১৪৬ রানের পুঁজি। যার ফলে আইরিশদের সামনে লক্ষ্যটা দাঁড়িয়েছে ১৪৭ রানের।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন ব্রেন্ডন কিং। আর আইরিশদের পক্ষে তিনটি উইকেটে নেন গ্যারেথ ডেলানি।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
কাইল মায়ার্স, জনসন চার্লস, এভিন লুইস, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান (অধিনায়ক/উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, আকিল হোসেইন, ওডেন স্মিথ, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়।
আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, সিমি সিং, ব্যারি ম্যাকার্থি, জশুয়া লিটল