আর্কাইভ থেকে বাংলাদেশ

সীমান্ত জেলাগুলোতে সংক্রমণ বেড়েই চলছে

করোনা সংক্রমণ বেড়েই চলছে সীমান্তবর্তী জেলাগুলোতে।

প্রথম দফা শেষ হলে্ও দ্বিতীয় দফায়, বিশেষ লকডাউনের দ্বিতীয় দিন চলছে   চাঁপাইনবাবগঞ্জে । লকডাউন সফল কোরতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। এদিকে দিনাজপুরের হিলিতে ভারতীয় ট্রাকচালক ও সহকারীরা অবাধেচলাচল করায় করোনার সংক্রমণ বাড়ছে বলে মত জনস্বাস্থ্যবিদদের।সংক্রমণ বাড়ছে কুষ্টিয়া, সিরাজগঞ্জসহ বিভিন্নস্থানে। এদিকে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় হঠাৎ করে বাড়ছে করোনার সংক্রমণ। সংক্রমণ এড়াতে গোপালগঞ্জ সদরের বৌলতলী, সাতপাড় ও সাহাপুরেও লকডাউন চলছে।ওদিকে যশোরে স্থানীয়ভাবে করোনার ভারতীয় ধরণ শনাক্ত হয়েছে। নতুন কোরে কক্সবাজারের টেকনাফে নতুন করে আবারও শুরু হয়েছে। বাগেরহাটের মোংলায় চতুর্থ দিনের মতো চলছে কঠোর লকডাউন। আর জরুরি সেবা ছাড়া টেকনাফ থেকে কোনো যানবাহন বের হতে পারবে না, আবার ঢুকতেও পারবে না।

এ সম্পর্কিত আরও পড়ুন