বাজারে চিনি নিয়ে ছিনিমিনি
দেশের বাজারে চিনি সংকট। সরকারি নির্ধারিত দামে চিনি বিক্রয় করলে বিক্রেতাদের গুনতে হচ্ছে লস, এমন কথা বললেন ব্যবসায়ীরা।
আজ শুক্রবার (২১ অক্টোবর) রাজধানীর কাওরান বাজারে গিয়ে সরোজমিনে এমন চিত্র দেখা যায়।
সরকার নির্ধারিত মূল্য প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি ৯০ টাকা ও পরিশোধিত প্যাকেটজাত খোলা চিনির দাম ৯৫ টাকা কিন্তু তাদের কিনতে হচ্ছে আরও বেশি দামে এমন অভিযোগ করেন খুচরা ব্যাবসায়ীরা। বেশি দাম দিয়েও মিলছেনা পরিশোধিত খোলা চিনি ও পরিশোধিত প্যাকেটজাত চিনি।
তারা আরও বলেন, বড় কোম্পানি গুলো চিনি সরবরাহ বন্ধ করে দিয়েছে। আর তাতে ভোগান্তিতে পড়ছে ভোক্তা এবং খুচরা বিক্রেতারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা বলেন, আমি গাড়ি ভাড়া করে ক্যান্টনমেন্ট থেকে এসেছি মাসের বাজার একবারে করতে। এসে চিনি পায়নি। আমি প্রয়োজনে বেশি দাম দিয়ে কিনবো কিন্তু তারপরও বাজারে চিনি নেই।
বাজারের দোকানদাররা বলছে, ডিলারদের কাছে চিনি আছে কিন্তু তারা বিক্রি করতে চাচ্ছে না, দাম বেশি হলে তারা বেশি দামে বিক্রি করবে।
এদিকে ডিলারদের অভিযোগ খুচরা বিক্রেতারা মিথ্যা অভিযোগ করছে, বাজারে চিনি নেই এবং তাদের কাছেও নেই। ফ্যাক্টরি থেকে চিনি আর আসছে না।
ডিলাররা আরও বলেন, সরকারি দামে তারা কোন ভাবেই চিনি বিক্রি করতে পারছে না কারণ তাদের পাইকারীদরে চিনি কেনা আছে বেশি দামে।
এদিকে ভোক্তরা বলছেন, সুষ্ঠু দামে পণ্য পেতে সরকারের মনিটরিং খুব জরুরী।