সুপার টুয়েলভে যেতে ১৩৩ রান প্রয়োজন জিম্বাবুয়ের
আজকের ম্যাচে যে দল জিতবে তারাই সুপার টুয়েলভের টিকিট পাবে। এমন সমীকরণ মাথায় নিয়ে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মাঠে নেমেছে স্কটল্যান্ড-জিম্বাবুয়ে।
টস জিতে স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। নির্ধারিত বিশ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান করে স্কটিশরা।
স্কটল্যান্ডের পক্ষে জর্জ মুন্সি সর্বোচ্চ ৫৪ রান করেন। আর জিম্বাবুয়ের পক্ষে দুইটি করে উইকেটে নেন রিচার্ড এনগারাভা ও তেন্দাই চাতারা।
টেন্ডাই চাতারা- সিকান্দার রাজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ইনিংসে বড় সংগ্রহ পায়নি স্কটিশরা।
স্কটল্যান্ড একাদশ : জর্জ মুন্সি, মাইকেল জোন্স, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন (অধিনায়ক), মাইকেল লিস্ক, কলাম ম্যাকলয়েড, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, জশ ড্যাভে, সাফইয়ান শরিফ, ব্র্যাড হোয়েল।
জিম্বাবুয়ে একাদশ : ক্রেইগ আরভিন (অধিনায়ক), রেগিস চাকাভা, ওয়েসলে মাদভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শাম্বা, রায়ান বার্ল, লুক জঙউই, রিচার্ড এনগারাভা, তেন্দাই চাতারা, ব্লেসিং মুজারবানি।