খুলনায় সমাবেশকে কেন্দ্র করে সমস্যা হলে দায় সরকারের : ফখরুল
খুলনার বিভাগীয় সমাবেশে কোনো অঘটন ঘটলে এর সম্পূর্ণ দায় সরকারকেই নিতে হবে। বললেন বিএনপি মসহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার (২১ অক্টোবর) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
এসময় তিনি অভিযোগ করেন, পরিস্থিতি সংঘাতের দিকে নিয়ে যাবার চেষ্টা করছে সরকার।
ফখরুল বলেন, খুলনায় সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। পথে পথে বাধা, হামলা হচ্ছে। আমাদের কর্মীদের রাস্তায় দেখলেই প্রশাসনের পক্ষ থেকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, গেলোরাতে বিএনপির ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিকল্পিতভাবে গণপরিবহণ বন্ধ করে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যহত করছে সরকার।