নির্বাচন ছাড়া সরকার উৎখাতের সুযোগ নেই : কাদের
নির্বাচন ছাড়া অন্য কোনো চোরাগলি দিয়ে সরকার উৎখাত করার সুযোগ নেই। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার (২১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘নির্বাচনই সরকার পরিবর্তনের একমাত্র পথ। নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্ব ও ব্যর্থতা ঢাকতে অনেক কথা বলছে বিএনপি।’
তিনি আরও বলেন, সরকারকে সরাতে না পারলে নাকি জাতির অস্তিত্ব থাকবে না। যারা এই কথা বলছেন, সেই বিএনপিই হলো এদেশের অস্তিত্ব, অগ্রগতি ও সমৃদ্ধির প্রধান অন্তরায়।’