আর্কাইভ থেকে শিল্প

বাজেটে উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা দাবি

আসছে বাজেটে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করার দাবি জানিয়েছেন এফবিসিআইয়ের প্রেসিডেন্ট মো: জসীমউদ্দীন।

বুধবার (২জুন) এফবিসিআই কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জসীমউদ্দীন বলেন, তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে ব্যবসায়ে বিনিয়োগ নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে। কর্পোরেট ট্যাক্স কমানোর দাবি জানিয়ে তিনি আরো বলেন, কর আদায়ের ক্ষেত্রে রাজস্ব বোর্ডকে নতুন করদাতা খোজার দিকে নজর দিতে হবে। তাহলে ট্যাক্স আদায়ের লক্ষ্য পূরন করা সম্ভব।

এসময় তুরস্কের রাষ্ট্রদূত বলেন,  ফার্মাসি, এগ্রো এবং পাট শিল্পে বিনিয়োগের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আগামীতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বাড়ানো হবে বলেও অঙ্গীকার করেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন