সড়কে প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর
পাবনার সাঁথিয়ায় বাসের ধাক্কায় ফারমান শেখ (৩০) ও মাহবুবা ইয়াসমিন (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২১ অক্টোবর) মধ্যরাতে উপজেলার সরিষা ব্রিজের কাছে ভিটাপাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন এ সাঁথিয়া থানা পুলিশের উপপরিদর্শক হায়দার আলী।
নিহত ফারমান শেখ পাবনার আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের আনছার শেখের ছেলে এবং মাহবুবা ইয়াসমিন সাঁথিয়া উপজেলার মাধপুর চরপাড়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। তারা সম্পর্কে শ্যালিকা ও দুলাভাই।
হায়দার আলী জানান, তারা রাতে মোটরসাইকেলে করে গাজীপুরে কর্মস্থলে যাচ্ছিলেন। সরিষা ভিটাপাড়া ব্রিজের কাছে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শনিবার সকালে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।