ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’
বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। এ ঘূর্ণিঝড় নিয়ে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে ভারতে। প্রাকৃতিক এ বিপর্যয় মোকাবিলায় পশ্চিমবঙ্গে সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
শুক্রবার (২১ অক্টোবর) আন্দামান সাগরে তৈরি হতে চলা ঘূর্ণিঝড় মোকাবিলায় ভারতে উচ্চ পর্যায়ের এক বৈঠকে জেলা শাসকদের পর্যাপ্ত ত্রাণ মজুত রাখতে নির্দেশ দেয়া হয়েছে। উপকূল থেকে মানুষদের সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
আবহাওয়া দপ্তর জানায়, আন্দামান সাগরে ক্রমশই ঘনীভূত হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। আর সেই ঘূর্ণাবর্ত ক্রমেই শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। পরে তা আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
নিয়ম অনুযায়ী সাগরে তৈরি কোনো ঘূর্ণাবর্ত, ঘূর্ণিঝড়ে পরিণত হলে তবেই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয়। আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত প্রতিনিয়ত শক্তি বাড়ালেও এখনো পর্যন্ত তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি।
আবহাওয়াবিদদের মতে, এ ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল।