আর্কাইভ থেকে ক্রিকেট

মোবাইলেও দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ সময় দুপুর ১টায় মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সুপার টুয়েলভ’-এর মূল পর্ব।

আজ শনিবার ( ২২ অক্টোবর) শিরোপা যুদ্ধের এই লড়াইয়ে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচারস্বত্ব নিয়েছে গাজী টেলিভিশন (জিটিভি)। বেসরকারি এই টিভি চ্যানেল ছাড়াও বিশ্বকাপের সব ম্যাচ দেখা যাবে মোবাইলেও। ডিজিটাল মাধ্যমে মোবাইলে খেলা দেখতে হলে র‍্যাবিটহোলবিডি অ্যাপস নামিয়ে নিতে হবে।

র‍্যাবিটহোলবিডিতে সাবস্ক্রিপশন কিনে দেখা যাবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ। বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল জিটিভি ছাড়াও খেলা দেখা যাবে ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টসের পর্দায়।

এ সম্পর্কিত আরও পড়ুন