আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারতে একদিন পর আবারও তিন হাজারের বেশি মৃত্যু

ভারতে একদিন পর আবারও তিন হাজারের বেশি মৃত্যু

ভারতে একদিন পর আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে তিন হাজারের বেশি মানুষ। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে তিন হাজার ২শ’ শতাধিক মানুষ। একদিনে এক লাখ ৩৩ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে প্রাণঘাতি ভাইরাসটি।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, গেল ছয় দিনেই ভারতে সংক্রমণ শনাক্ত হয়েছে অন্তত ১০ লাখ। এ পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছে ২৮ কোটির বেশি মানুষ। ভারতে আক্রান্তের তুলনায় মৃত্যুহার এক দশমিক ১৮ শতাংশ।

গেল ২৪ ঘন্টায় ভারতের তামিলনাড়ু রাজ্যে সবচেয়ে বেশি প্রায় ২৮ হাজার জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। কর্নাটকে এই সংখ্যা সাড়ে ১৬ হাজার। মহারাষ্ট্রে ভাইরাসটি মিলেছে ১৫ হাজারের বেশি মানুষের শরীরে।

একদিন আগে মঙ্গলবার শনাক্ত রোগীর সংখ্যা ছিল এক লাখ সাড়ে ২৭ হাজার আর মৃত্যু ছিল দুই হাজার ৭৯৫। তবে মঙ্গলবারের তুলনায় বুধবার মৃত্যু এবং সংক্রমণ দুটোই বেড়েছে।

বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গেল ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছে দুই কোটি ৮৩ লাখ সাত হাজার ৮৩২ জন আর মোট মৃত্যু ছাড়িয়েছে তিন লাখ ৩৫ হাজার ১০২ জনে।

চলতি মাসের প্রথম দিকে একদিনে চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের মধ্য দিয়ে প্রতিদিনের সংক্রমণের বিশ্বরেকর্ড গড়ে ভারত। অতিরিক্ত রোগীর চাপে প্রায় ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। হাসপাতালগুলোতে প্রয়োজনীয় শয্যা ও ওষুধের তীব্র সংকট রয়েছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন