কৃষককে কুপিয়ে হত্যা
সাভারে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বড়াকৈ গ্রামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত ওই ব্যাক্তির নাম- সেলিম তালুকদার (৪৩)। তিনি বড়াকৈ গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
গেলো শুক্রবার (২১অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, দুপুরে জোর পূর্বক বসত ভিটার মাটি কেটে নিয়ে যাচ্ছিলেন আব্দুল ছাত্তার ও তার সহযোগী একদল সন্ত্রাসী। তিনি মাটি কাটতে বাধা দিলে সন্ত্রাসীরা তাকে এলোপাথারী ভাবে কিছু বুঝে ওঠার আগেই কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এসময় সেলিমকে তার মা শিরিন আক্তারসহ বেশ কয়েকজন বাঁচাতে আসলে তাদেরকেও পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। অন্যদিকে আহতরা চিকিৎসাধীন অবস্থায় আছে।
সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে ধামরাই থানার ওসি আতিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।