টি-টোয়েন্টি বিশ্বকাপ: অজিদের গুঁড়িয়ে দিয়ে নিউজিল্যান্ডের বিশাল জয়
টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের বাছাইপর্বের খেলা শেষ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে শুরু হয় সুপার টুয়েলভের লড়াই। লড়াইয়ের শুরুতেই অজিদের গুঁড়িয়ে দিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড।
আজ শনিবার (২২ অক্টোবর) দুপুর ১টায় সিডনির ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া।
অজিদের বিপক্ষে ৮৯ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে কিউইরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে এর আগে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও কোনো ম্যাচই জেতেনি নিউজিল্যান্ড। ৪র্থ বারের চেষ্টায় এই ফরম্যাটে অজিদের মাটিতে স্বাগতিকদের হারানো স্বাদ পেলো কেন উইলিয়ামসনের দল।
এছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দুই দলের এখন তিনবারের দেখায় দুই জয় নিয়ে এগিয়ে গেল কিউইরা। একবারই হেরেছিল বিশ্বকাপে। সেটিও গত বছরের ফাইনালের মঞ্চে।
ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।
স্বোরবোর্ডে ১০০ রানের আগেই ৭ ব্যাটারকে হারিয়ে বসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন গ্ল্যান ম্যাক্সওয়েল। তিনি ২০ বলে ১ ছয় ও ৩ চারে করেন সর্বোচ্চ ২৮ রান।
অস্ট্রেলিয়াকে ধসিয়ে দেয়ার নেতৃত্ব দেন পেসার টিম সাউদি ও মিচেল স্যান্টনার। উভয়ে মিলে তুলে নেন ৬ উইকেট। ম্যাচে ৫৮ বলে অপরাজিত ৯২ রানের ইনিংস ও দুটি ক্যাচ ধরায় প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পান নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে।
কিউইদের প্রথম চার ওভারেই ৫৬ রান আসে। এই রানে জস হ্যাজলেউডের বলে বোল্ড হন অ্যালেন। এরপর কনওয়ে ও কেন উইলিয়ামসন দলীয় সংগ্রহকে টেনে নেন ১২৩ রান পর্যন্ত। তাও মাত্র ১৩ ওভারে। এই রানে অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন উইলিয়ামসন। ১ চার ও ১ ছক্কায় ২৩ রান করেন তিনি। এরপর গ্লেন ফিলিপসকে নিয়ে দলীয় সংগ্রহকে টানতে থাকেন কনওয়ে।
১৬তম ওভারের শেষ বলে ফিলিপস ফেরেন হ্যাজলেউডের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ১২ রান করে। নিউজিল্যান্ডের দলীয় সংগ্রহ তখন ছিল ১৫২ রান। এরপর জিমি নিশাম ও কনওয়ে অবিচ্ছিন্ন থেকে দলীয় সংগ্রহকে বরাবর ২০০ করে মাঠ ছাড়েন।