লেক থেকে মিললো ইঞ্জিনিয়ারের মরদেহ
রাজধানীর ধানমন্ডি লেক পাড় থেকে শাহাদাত হোসেন মজুমদার (৫১) নামে এক মেরিন ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের অদূরে রক্তাক্ত ছুরিও পাওয়া গেছে।
শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ধানমন্ডি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম আলী।
তিনি জানান, শাহাদাত একটি বিদেশি কোম্পানিতে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে মেয়ের পরীক্ষার জন্য পানামা থেকে ঢাকার কলাবাগানের বাসায় ফেরেন। প্রতিদিন রাতে হাঁটতে যেতেন ধানমন্ডি লেকে। গতকাল রাতেও একই উদ্দেশ্যে বাসা থেকে বের হন তিনি। তবে দীর্ঘক্ষণ পরও না ফেরায় তাকে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা। পরে রবীন্দ্র সরোবরের হাঁটার রাস্তায় তার মরদেহে পাওয়া যায়।
পুলিশ জানায়, মরদেহের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে একে ছিনতাইয়ের ঘটনা মনে করছেন তারা।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।