স্বাস্থ্যকেন্দ্রে নার্সকে বেঁধে গণধর্ষণ
স্বাস্থ্যকেন্দ্রে একাই বসে কাজ করছিলেন এক নার্স। তাকে একা দেখে স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে ঢুকে গণধর্ষণ করেছে চার জন ব্যক্তি।
গেলো শুক্রবার (২১ অক্টোবর) ভারতের ছত্তীসগঢ়ের এক গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নার্সের উদ্বৃতি দিয়ে মহেন্দ্রগড় জেলার পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, হাত-পা বেঁধে মারধর করার পর শুধু গণধর্ষণই নয় সেই ঘটনার ভিডিও’ও করা হয়েছে। এমনকি, এই ঘটনার কথা পুলিশকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয় তাকে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে এক জন নাবালকও আছে।
ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসতেই মহেন্দ্রগড় জেলার একাধিক স্বাস্থ্যকেন্দ্রের নার্সরা নিরাপত্তার দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
জেলার এক স্বাস্থ্যকেন্দ্রের মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা প্রতিমা সিংহ বলেন, তারা নিরাপত্তা চান। যদি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়া হয়, তা হলে তারা আর কাজ করবে না। স্বাস্থ্যকর্মীদের দাবি, প্রত্যন্ত এলাকায় গিয়ে কাজ করেন তারা। সরকার যদি তাদের নিরাপত্তাই না দেয়, তা হলে কী ভাবে কাজ করবে।