আপিল বিভাগে শুনানিতে সময় নিলেন নিপুণ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদটির মামলার বিষয়ে আপিল বিভাগে শুনানিতে সময় নিয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। রোববার (২৩ অক্টোবর) বেলা ১২টার দিকে জানা গেছে এই তথ্য।
চলতি বছরের শুরুতে জানুয়ারির ২৮ তারিখে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। এতে সভাপতি পদে নির্বাচিত হন অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
এছাড়া ভোটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন চিত্রনায়ক জায়েদ খান। পরে অভিনেতার প্রার্থিতা বাতিল করে নিপুনকে জয়ী ঘোষণা করা হয়। ৫ ফেব্রুয়ারি নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এ ঘোষণা দেন। বিষয়টি একপর্যায়ে আদালত পর্যন্ত গড়ায়।