আজ ন্যাপ ও পিপলস লীগের সঙ্গে সংলাপে বসবে বিএনপি
জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে চলমান সংলাপের অংশ হিসেবে ন্যাপ ও পিপলস লীগের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে বিএনপি। সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করতে ইচ্ছুক সেসব রাজনৈতিক দলগুলোর সঙ্গেই বিএনপির এই সংলাপ।
আজ রোববার (২৩ অক্টোবর) বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৪টায় ন্যাপ ভাসানী এবং বিকেল ৫টায় পিপলস লীগের সঙ্গে সংলাপ করবে বিএনপি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সংলাপে বিএনপির পক্ষে অংশ নেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান।
ন্যাপের পক্ষে সংলাপে অংশ নেবে ন্যাপের সভাপতি আজহারুল ইসলাম ও প্রতিনিধি দল। পিপলস লীগ সভাপতি গরিবে নেওয়াজের নেতৃত্বে সংলাপে অংশ নেবে পিপলস লীগের প্রতিনিধি দল ।
উল্লেখ্য, চলতি বছরের ২ অক্টোবর থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শুরু করে বিএনপি। এর আগে প্রথম দফায় যেসব দলের সঙ্গে সংলাপ করেছে বিএনপি সেইসব দলের সঙ্গেই দ্বিতীয়দফা সংলাপ করবে দলটি। তবে প্রথম দফার সংলাপে বিএনপি প্রকাশ্যে কোনো বৈঠক করেনি ২০দলীয় জোটের সবচেয়ে বড় শরিক জামায়াতে ইসলামীর সঙ্গে। এবারও প্রকাশ্যে তাদের সঙ্গে সংলাপ হবে না বলে জানা গেছে।