মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এতে দুই হাজার পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
আটক দুই ইয়াবা ব্যবসায়ীরা হলেন, উপজেলার চন্দ্রখানা গ্রামের আইয়ুব আলীর ছেলে আদম আলী (২২) ও একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে হাসেন আলী (৩৫)।
রবিবার (২৩ অক্টোবর) সকালে পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন।
তিনি জানান, শনিবার (২২ অক্টোবর) রাত ১০ টার দিকে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম উপজেলা সদর ইউনিয়নের চন্দ্রখানা মহিলা কলেজ এলাকা জনৈক সাইদুল ইসলামের বাড়ীর পাশের একটি সড়কে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে হাতেনাতে আটক করে। এ সময় দুই মাদক ব্যবসায়ীর কাছে থেকে চারটি মোবাইল জব্দ করা হয়। পরে তাদেরকে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়।
পুলিশ সুপার রুহুল আমীন জানান, আটক দুই ইয়াবা ব্যবসায়ীকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। সেই জেলা জুড়ে মাদক নিমূল করতে আমাদের পুলিশ বাহিনী এই মাদক বিরোধ অভিযান অব্যাহত থাকবে।