আর্কাইভ থেকে ক্রিকেট

আয়ারল্যান্ডকে হারিয়ে লঙ্কানদের শুভসূচনা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। আইরিশদের দেয়া ১২৯ রানের জবাবে ৩০ বল ও ৯ উইকেট হাতে রেখে দাপুটে জয়ে উড়ছে দাসুন শানাকার দল।

রোববার (২৩ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে ব্যাটিং করেন আইরিশরা।

লঙ্কান দুই ওপেনার কুশল মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা পাওয়ার প্লেতে দলীয় অর্ধশতক তুলে নেন। বিপত্তির শুরু হয় দ্বিতীয় ওভার থেকে। লাহিরু কুমারার করা দ্বিতীয় ওভারের প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক বালবার্নি।

দ্বিতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করেছিলেন স্টারলিং আর লোরকান টাকার মিলে। তবে ১১ বলে ১০ রান করেই ফিরতে হয় টাকারকে। পঞ্চম ওভারে মহেশ থিকসানার বলে টাকার বোল্ড হলে ২৬ রানে দ্বিতীয় উইকেট হারায় আইরিশরা।

এরপর আর বিপদ ঘটতে দেননি কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। তাদের ৭০ রানের অপরাজিত জুটিতে ১৫ ওভারেই ৯ উইকেট হাতে রেখে দাপুটে জয়ে তুলে নিয়েছে ২০১৪ সালের চ্যাম্পিয়নরা।

মেন্ডিস ৪৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৮ ও আসালাঙ্কা ২২ বলে ২ চারে ৩১ রান করে অপরাজিত থাকেন।

৫ ওভার হাতে রেখে ৯ উইকেটের বড় জয় পায় শ্রীলঙ্কা। কুশাল মেন্ডিস ৪৩ বলে ৬৮ ও চারিথ আসালাঙ্কা ২২ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন।

এই জয়ে সুপার টুয়েলভে শুভসূচনা করলো লঙ্কানরা।

এ সম্পর্কিত আরও পড়ুন