আর্কাইভ থেকে ক্রিকেট

তাসকিন ঝড়ে চাপে ডাচরা

প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে চাপের মুখে নেদারল্যান্ডস। দলের নির্বরযোগ্য ব্যাটার বিক্রমজিত সিং ও বাস ডি লিড কোনও রান না করেই মাঠ ছাড়েন। প্রথম ওভারে মাঠে এ ঝড় তুলেন তাসকিন। এ পর্যন্ত ২ ওভার খেলে ডাচদের সংগ্রহ ৫ রান।

এর আগে টস হেরে ব্যাট হাতে নিয়ে টাইগারদের ঝুলিতে আসে ১৪৪ রান।

ব্যাট করতে নেমে ৫ ওভারে উদ্বোধনী জুটিতেই ৪৩ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে বাংলাদেশের ব্যাটারদের উইকেট বিলিয়ে দিয়ে আসার মিছিল বাড়তে থাকায় রান আর আশানুরূপ বাড়েনি।

দলের পক্ষে আরিফ হোসেন সর্বোচ্চ ৩৮ রান করেন। সাকিবের ব্যাট থেকে আসে মাত্র ৭ রান। পল ভ্যান মিকোরেন ও বাস ডি লিড দুটি করে উইকেট পান।

এ পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটি ম্যাচ খেলে দু’টিতে জয় ও একটিতে হেরেছে বাংলাদেশ। সব মিলিয়ে বাংলাদেশ ১৩৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। সেখানে ৪৭টি ম্যাচে জিতেছে, ৮৯টিতে হেরেছে। বাকি তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

নেদারল্যান্ডস একাদশ : ম্যাক্স ও'দোদ, বিক্রমজিত সিং, বাস ডি লিড, কলিন আকারম্যান, টম কুপার, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক/উইকেটরক্ষক), টিম প্রিঙ্গেল, লোগান ভ্যান বিক, সারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন ও পল ভ্যান মিকোরেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন