আর্কাইভ থেকে ফুটবল

ব্রাজিলেই হবে কোপা আমেরিকার আসর

ব্রাজিলেই হবে কোপা আমেরিকা। শঙ্কা থাকলেও দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো বিষয়টি নিশ্চিত করেছেন। এরই মধ্যে আয়োজক চার শহরের নাম প্রকাশ করেছেন তিনি।

ব্রাজিলেই হবে কোপা আমেরিকা। শঙ্কা থাকলেও দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো বিষয়টি নিশ্চিত করেছেন। এরই মধ্যে আয়োজক চার শহরের নাম প্রকাশ করেছেন তিনি। 

রিও ডি জেনেইরো, ব্রাসিলিয়া, কুইয়াবা ও গোইয়ানিয়ায় হবে ম্যাচ। যদিও করোনাভাইরাসের এমন পরিস্থিতির মাঝেও টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়ায় প্রশ্নবিদ্ধ বলসোনারো সরকার। করোনা ভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে। 
 
আর্জেন্টিনায় করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সোমবার দেশটির পরিবর্তে ব্রাজিলের নাম প্রকাশ করে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন কনমবেল। এক বছর পিছিয়ে ১৩ জুন শুরু হওয়ার কথা কোপা আমেরিকা। এর আগে পাঁচবার ফুটবলের সবচেয়ে প্রাচীন এই টুর্নামেন্টের স্বাগতিক হয়েছে ব্রাজিল। সববারই চ্যাম্পিয়ন হয়েছিলো সেলেসাওরা। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন