আর্কাইভ থেকে জাতীয়

আরও সময় চায় ইসির তদন্ত কমিটি: গাইবান্ধা-৫ উপনির্বাচন

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অনিয়মে গঠিত তদন্ত কমিটির সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও আরও তিন দিন সময় চায় তারা। নির্ধারিত সাত কর্মদিবসে তদন্তকাজ শেষ করতে না পারায় তিন দিনের সময় চেয়ে কমিশনের কাছে আবেদন করেছেন তদন্ত কমিটির প্রধান অশোক কুমার দেবনাথ।

তদন্ত কমিটির প্রধান ও নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তদন্ত প্রতিবেদনটা আমরা কমপ্লিট করতে পারিনি। তিন দিন সময় বাড়ানোর জন্য আবেদন করেছি। ফাইল পাঠানো হয়েছে। কমিশনে সময় বাড়ানোর আবেদন অনুমোদন করেছে কি না জানতে চাইলে অশোক কুমার বলেন, কথা হয়েছে, অনুমোদন দেবে মনে হয়।

উল্লেখ্য, অনিয়মে বন্ধ হওয়া গাইবান্ধা-৫ আসনের নির্বাচন নিয়ে তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে নির্বাচন কমিশন (ইসি)। তদন্ত কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, সদস্য যুগ্ম সচিব কামাল উদ্দিন বিশ্বাস ও যুগ্ম সচিব সাহেদুন্নবী চৌধুরী। সাত কর্মদিবসের মধ্যে কমিশনে তাদের প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল।

গেলো ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভোটে অনিয়ম ঠেকাতে সবগুলো কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসিয়ে মনিটরিং করেন কাজী হাবিবুল আউয়াল কমিশন। ভোটে অনিয়ম ধরা পড়লে ভোট বন্ধ ঘোষণা করেন ইসি।

এ সম্পর্কিত আরও পড়ুন