আর্কাইভ থেকে বাংলাদেশ

বাজেটের আগেই বেড়ে গেছে দাম

২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রণয়নের জন্য প্রস্তুত অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন তিনি। প্রতি বছরের মতো এবার বাজেট ঘোষণার আগেই রাজধানীর বাজারগুলোতে চাল, আটা, ময়দার, তেল, পেঁয়াজ, রসুন, মশুর ডাল, সিগারেটের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, প্রতিবছরই বাজেটে সিগারেটের দাম ও কর বাড়ে। এবারও বাড়বে বলে তাদের ধারণা। সেজন্য বাজেটের আগে সিগারেটের দাম বেড়ে গেছে। ১৪ টাকার বেনসন ১৫ টাকা, ১০ টাকার গোল্ডলিফ ১১ টাকায় বিক্রি হচ্ছে। ব্রান্ড ভেদে অন্যান্য সিগারেটও বেশি দামে বিক্রি হচ্ছে।

আর বাজারগুলোতে চাল, আটা, ময়দা সঙ্গে বেড়েছে তেল, পেঁয়াজ, রসুন, মশুর ডালের দাম। চিকন, মাঝারি ও মোটা সব ধরনের চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়ে গেছে। বেড়েছে আটা, ময়দা, সয়াবিনের দাম। পেঁয়াজের দাম দুই দফায় কেজিতে ১৫ টাকা পর্যন্ত বেড়ে গেছে।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন