আর্কাইভ থেকে ফুটবল

কাতারে পাঠানো হচ্ছে ১৭ ফুটের বুট

আগামী মাসে কাতারের দোহাতে শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ-২০২২। বিশ্বকাপ উন্মাদনার মধ্যে কেরালার কোঝিকোড়ে একটি ফুটবল বুট প্রদর্শন করা হচ্ছে। উপহার হিসেবে এই বুট কাতারে পাঠানো হবে বলে জানা গেছে।

শুক্রবার (২১ অক্টোবর) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বুটটি ৪৫০ কেজি ওজনের। কিউরেটর এম দিলীপের তত্ত্বাবধানে আইম্যাক্স গোল্ড রাইস প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠান বুটটি তৈরি করেছে। ১৭ ফুট দৈর্ঘ্য এবং ৬ ফুট উচ্চতার জুতাটির গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠতে পারে।

কোজিকোড়ের ডেপুটি মেয়র মুসাফর আহমেদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে বিশাল এই বুটটি উন্মোচন করা হয়।

এটি বর্তমানে কোজিকোড়ে প্রদর্শন করা হচ্ছে এবং কোচি থেকে একটি কনটেইনার জাহাজে কাতারে পাঠানো হবে। ফিফা বিশ্বকাপ আয়োজক দেশের বিভিন্ন স্থানে বিশাল বুটটি প্রদর্শন করবে ফোকাস ইন্টারন্যাশনাল নামে একটি এনজিও।

ফোকাস ইন্টারন্যাশনালের জনসংযোগ কর্মকর্তা পিআরও মাজিদ পুলিক্কল বলেন, এটি ভারতের কাছ থেকে কাতারের জন্য সেরা এবং সবচেয়ে স্মরণীয় উপহার। এই মর্যাদাপূর্ণ বুটের কিউরেটর এম দিলীপ বিভিন্ন ক্ষেত্রে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী।

 

এ সম্পর্কিত আরও পড়ুন