আর্কাইভ থেকে জাতীয়

রামেকে ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু

করোনার সংক্রমণ বেড়ছেই, সীমান্তবর্তী অনেক জেলায়। গত ২৪ ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। রাজশাহীতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীন মানুষ। আজ থেকে জেলায় সন্ধ্যা সাতটা থেকে সকাল আটটা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান ও রেস্টুরেন্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ দশমিক ৭৯ শতাংশ। যদিও  গতকাল শনাক্তের হার ছিলো ৫৩ দশমিক ৯৯ ভাগ। চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দফায় লকডাউনেও অকারণে বাইরে ঘুরা-ফেরা করছেন মানুষ। যদিও শহরে চেকপোস্ট বসিয়ে জনসাধারনের গতিবিধি নিয়ন্ত্রণ করছে পুলিশ। নওগাঁ পৌরসভা এবং নিয়ামতপুর উপজেলায় চলছে, সাতদিনের লকডাউন। কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চারটি ওয়ার্ডকে রেডজোন ঘোষণা করা হয়েছে। 

এ সম্পর্কিত আরও পড়ুন