আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে দামি ‘সূর্যডিম’ এখন বাংলাদেশে

বিশ্বের সবচেয়ে দামি ‘সূর্যডিম’ এখন বাংলাদেশে

রেড ম্যাঙ্গো’ অথবা ‘এগ অব দ্যা সান’ চাষে বাংলাদেশে সফলতা মিলেছে। দেশে এর পরিচিত ‘সূর্যডিম আম’ নামে। এ জাতের আম খুব শিগগিরই বাণিজ্যিকভাবে চাষ করতে পারবেন চাষিরা। এর ফলে দেশের আম চাষে আরো এক সফলতার পালক যুক্ত হতে যাচ্ছে। বিশ্বে আমের দামের দিক দিয়ে শীর্ষে থাকা ‘মিয়াজাকি’ জাতের এই আম প্রায় ৫ বছর পরিশ্রমের পর ইতিমধ্যে বিভিন্ন জায়গায়  শোভা পাচ্ছে। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা হর্টিকালচার সেন্টারে প্রায় ৩৫টির মতো  আম ফলেছে। ২০১৬ সালে কৃষি সম্প্রসারণ অধিদফতরের অধীনে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পে সূর্যডিম আম চাষের কাজ শুরু হয়। তবে  এটা পরীক্ষামূলক চাষ এবং এ চাষে সফলতাও মিলেছে।  রাজধানীর আসাদগেটসহ, দেশের মাদারীপুরের মোস্তফাপুর, দিনাজপুর, গোপালগঞ্জের কাশিয়ানী ও গাজীপুরের নুরবাগের হর্টিকালচার সেন্টারে সূর্যডিম আম ফলেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন