ঋষির মন্ত্রিসভায় কে কোন পদে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক ক্ষমতাগ্রহণ করেই গোটা মন্ত্রিসভা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন।
আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) এ নিয়ে ছিল টানটান উত্তেজনা। নতুন মন্ত্রিসভায় কে ঢুকলেন কে বাদ পড়লেন তা জানতে সবার নজর ছিল সংবাদমাধ্যমগুলোর দিকে। বিশেষ করে, ঋষি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার ঘণ্টা চারেকের মধ্যেই পদত্যাগ করেন অন্তত ১০ জন নেতা-মন্ত্রী। এরপর থেকেই শুরু হয় জল্পনা, কারা পাচ্ছেন এই গুরুদায়িত্ব।
এক নজরে দেখে নেয়া যাক কে কোন পদে রয়েছেন ঋষি সুনাকের মন্ত্রিসভায়-
জেরেমি হান্ট, অর্থমন্ত্রী ডমিনিক রাব, ডেপুটি প্রধানমন্ত্রী ও বিচারমন্ত্রী জেমস ক্লিভারলি, পররাষ্ট্রমন্ত্রী বেন ওয়ালেস, প্রতিরক্ষামন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান, স্বরাষ্ট্রমন্ত্রী স্টিভ বার্কলে, স্বাস্থ্যমন্ত্রী অলিভার ডাউডেন, চ্যান্সেলর অব দ্য ডাচি অব ল্যাঙ্কাস্টার (ব্রিটিশ মন্ত্রিপরিষদের দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদার মন্ত্রী) গ্রান্ট শ্যাপস, ব্যবসামন্ত্রী পেনি মর্ডান্ট, হাউস অব কমন্সের নেতা এবং কাউন্সিলের লর্ড প্রেসিডেন্ট জিলিয়ান কিগান, শিক্ষামন্ত্রী নাদিম জাহাউই, কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান এবং পদবিহীন মন্ত্রী কেমি ব্যাডেনোচ, বাণিজ্যমন্ত্রী মেল স্ট্রাইড, কর্ম ও পেনশন মন্ত্রী মাইকেল গভ, লেভেলিং আপ মন্ত্রী মিশেল ডনেলান, সংস্কৃতিমন্ত্রী থেরেসি কফি, পরিবেশমন্ত্রী ক্রিস হিটন-হ্যারিস, উত্তর আয়ারল্যান্ড বিষয়ক মন্ত্রী অ্যালিস্টার জ্যাক, স্কটল্যান্ড বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস, ওয়েলস বিষয়ক মন্ত্রী সাইমন হার্ট, চিফ হুইপ লর্ড ট্রু, হাউস অব লর্ডসের নেতা ভিক্টোরিয়া প্রেন্টিস, অ্যাটর্নি জেনারেল জেরেমি কুইন, পেমাস্টার জেনারেল এবং ক্যাবিনেট অফিস মন্ত্রী মার্ক হারপার, পরিবহনমন্ত্রী জন গ্লেন, ট্রেজারির মুখ্য সচিব জনি মার্সার, ভেটেরানস বিষয়ক মন্ত্রী টম টুগেনধাত, নিরাপত্তামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন, দপ্তরবিহীন মন্ত্রী রবার্ট জেনরিক, অভিবাসনমন্ত্রী অ্যান্ড্রু মিচেল, উন্নয়নমন্ত্রী
বাদ পড়লেন কে কে
প্রধানমন্ত্রী ঋষি নতুন মন্ত্রিসভা ঘোষণার আগেই পদত্যাগ করেন ব্যবসামন্ত্রী জ্যাকব রিস-মগ এবং বিচারমন্ত্রী ব্র্যান্ডন লুইস।
এরপর একে একে সরে দাঁড়ান শিক্ষামন্ত্রী কিট ম্যালথাস, ওয়েলস বিষয়ক মন্ত্রী রবার্ট বাকল্যান্ড, পরিবেশমন্ত্রী রনিল জয়াবর্ধনে এবং লেভেলিং আপ মন্ত্রী সাইমন ক্লার্ক।
পদত্যাগ করেছেন কর্ম ও পেনশন প্রতিমন্ত্রী ক্লোয়ি স্মিথ এবং উন্নয়ন প্রতিমন্ত্রী ভিকি ফোর্ডও।
কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান জেক বেরি নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। পদত্যাগ করেছেন ব্রিটিশ পার্লামেন্টের চিফ হুইপ ওয়েন্ডি মর্টন।