বেশি দামে চিনি বিক্রি : কুড়িগ্রামে ভোক্তা অধিকারের জরিমানা
কুড়িগ্রামে নাগেশ্বরী উপজেলায় চিনির বাজারে অভিযান পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অদিদপ্তর।
আজ বুধবার (২৬ অক্টোবর) জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
মোস্তাফিজুর রহমান জানান, বুধবার বিকালে নাগেশ্বরী পৌরসভার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনানা করা হয়। এ সময় ক্রয়-বিক্রয়ে রশিদ সংরক্ষণ না করা এবং মনগড়া দামে চিনি বিক্রয় করার অপরাধে নাগেশ্বরী বাজারের মধুসূদন সাহা এন্ড সন্স এর মালিক গৌতম কুমার সাহাকে ১০ হাজার টাকা এবং একই অপরাধে লোকনাথ ভান্ডারের মালিক মলয় সাহাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, কিছু আসধু ব্যবসায়ী সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি না করে নিজেদের মনগড়া দামে চিনি বিক্রি করছেন। বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এদের বিরুদ্ধে অভিযান চলবে।