আর্কাইভ থেকে ক্রিকেট

সাকিব করলেন ১ রান, বাকিরা আসা-যাওয়ায়

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে ২০৬ রানের বিশাল টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকা। ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে প্রোটিয়ারা সংগ্রহ করে ২০৫ রান। তবে ব্যাট হাতে মাঠে বেশি সময় থাকতে পারছেন ব্যাটাররা। সেই আগের ইতিহাস। দুই ওভারে দুই উইকেট নেই সাকিব বাহিনীর।

১৫ রানে সৌম্য আর ৯ রানে শান্ত মাঠ ছাড়েন। দলীয় সংগ্রহ ছিল মাত্র ২৭ রান। ব্যাট হাতে মাঠে নেমে ৪ বল খেলে অল রাউন্ডার সাকিব করেন মাত্র ১ রান, তারপরই বিদায় নেন মাঠ থেকে। আফিফ হোসেনও সাকিবরে পিছু ধরেন। তিনি ১ রান করে মাঠ ছাড়েন। মিরাজ ১১ রান করলেও মোসাদ্দেক খালি হাতেই মাঠ ছাড়েন। নুরুল হাসান ২ রান করে ফিরে যান। প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার খেলে ৭৬ রান বাংলাদেশের ঝুলিতে। উইকেট নেই ৭টি।

এ সম্পর্কিত আরও পড়ুন