আফগানিস্তান-আয়ারল্যান্ডের পয়েন্ট ভাগাভাগি
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে এবার পণ্ড হলো আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার সুপার টুয়েলভের ম্যাচ। মেলবোর্নের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দুদল।
আজ শুক্রবার (২৮ অক্টোবর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল ১০টায় আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি হওয়ার কথা ছিল। এই ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়।
সুপার টুয়েলভে টানা দুই ম্যাচে বৃষ্টির কবলে পড়ল আফগানিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পেয়েছিল তারা, এবার আইরিশদের সঙ্গে না খেলেই পেল আরেকটি পয়েন্ট।
শ্রীলঙ্কার কাছে হার দিয়ে শুরু করা আয়ারল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পায়। আজকের ম্যাচেও ফেভারিট ছিল আইরিশরা। জিতলে শীর্ষে ওঠার সুযোগ থাকলেও পয়েন্ট ভাগাভাগি করতে হলো বৃষ্টির কারণে। তাতে নিউজিল্যান্ডের সমান ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠল আইরিশরা। অন্যদিকে তিন ম্যাচে আফগানিস্তান দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে।