স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ
স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাজ্যে ১৬ দিনের সফরে গিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ শনিবার (২৯ অক্টোবর) ভোররাতে স্ত্রী রাশিদা খানমসহ সফর সঙ্গীদের নিয়ে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি।
৭৮ বছর বয়সী রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। জার্মানির একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং লন্ডনের একটি চক্ষু হাসপাতালে চোখ পরীক্ষা করাবেন তিনি।
আগামী ১৩ নভেম্বর রাষ্ট্রপতির লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে।