ইলিশের টানে সাগরপানে হাজারো জেলে
২২ দিন মা ইলিশ শিকার নিষিদ্ধ থাকার পর জেলেরা নৌকা-ট্রলার, জাল নিয়ে ছুটছেন নদীর বুকে। মাছ শিকারে নেমেছেন ৫১ হাজার ১৯০ জন জেলে।
শুক্রবার (২৮ অক্টোবর) মধ্যরাত থেকে মা ইলিশ ধরার নিষেধাজ্ঞার প্রহর শেষ হয়েছে।
চলতি বছর মা ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে বলে দাবি করেছে মৎস্য বিভাগ। ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বাড়বে বলে আশা করছেন।
ইলিশ গবেষকরা বলছেন, ইলিশ মূলত সারাবছরই ডিম দেয়। তবে সেপ্টেম্বর ও অক্টোবর- এ দুই মাসের চারটি অমাবস্যা-পূর্ণিমায় ডিম পাড়ে। বিশেষ করে অক্টোবরের দুটি অমাবস্যা-পূর্ণিমাকে কেন্দ্র করে প্রতিবছর ২২ দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়।
নৌপুলিশ প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মো. শফিকুল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষায় এবার অভিযান চালানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। পরিসংখ্যান অনুসারে প্রতিটি প্যারামিটারে এগিয়ে আছে। এবারের অভিযানে ১২৭ কোটিরও বেশি কারেন্ট জাল, সাড়ে ৪২ হাজার কেজি ইলিশ মাছ, ৪০০ মামলা এবং সাড়ে চার হাজার অসাধু জেলেকে আটক করা হয়েছে ।
তবে, জেলেরা বলছেন, অনেকেই পাননি কোনো প্রণোদনা।
প্রসঙ্গত, ইলিশের উৎপাদন বৃদ্ধি, সুষ্ঠু প্রজনন ও মৎস্যসম্পদ সংরক্ষণে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, বিপনণ, পরিবহন, মজুতে নিষেধাজ্ঞা জারি করে মৎস্য অধিদপ্তর।