শাকিবের তীরের জবাব দিলেন বুবলী
কিছুদিন ধরে টক অব দ্য টাউন শাকিব খান এবং অভিনেত্রী শবনম বুবলী। বুবলীর সঙ্গে প্রেম-বিয়ে ও ছেলে শেহজাদ খান বীর প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সেখানে তিনি অপু-বুবলীর দিকে অভিযোগের তীর ছুড়ছেন। এবার শাকিবের সেই বক্তব্যেরই জবাব দিয়েছেন অভিনেত্রী শবনম বুবলী।
বুবলী জানিয়েছেন, বিচ্ছেদের জন্য শাকিবকে বিয়ে করেননি তিনি। এছাড়া শাকিবকে সম্মান করেন বলেই অনেক ব্যাপারে কথা বলেন না এ অভিনেত্রী।
গেলো মাসে নায়িকা বুবলীর সন্তান নিয়ে প্রকাশ্যে আসার পর থেকেই গুঞ্জন রয়েছে শাকিব-বুবলীর বিবাহবিচ্ছেদ নিয়ে। একই সময়ে গুঞ্জন ওঠে শাকিব নাকি অপু বিশ্বাসের কাছে আবার ফিরে যাবেন।
তবে, এসব গুঞ্জনের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি কিং খান। সম্প্রতি এসব বিষয়ে শাকিব খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার আর বুবলীর বিয়েবিচ্ছেদ না হলেও আলাদা থাকছেন তারা। যদিও বুবলি গণমাধ্যমে বলেছেন, শাকিবকে বিয়ে করেছেন সংসার করার জন্যই।
বুবলী বলেন, জীবনের এ পর্যায়ে এসে তার মনে হচ্ছে, ব্যক্তিজীবন নিয়ে গণমাধ্যমে কারো সঙ্গে কথা না বলার কারণে গেলো সাত বছরে অনেক কিছু নিয়েই বহু মানুষের ভুল বোঝার কারণ হয়েছেন তিনি। শুধু নিজের ব্যক্তিজীবন আড়ালে রাখার জন্য আর অন্য কাউকে যেন অসম্মান করে কথা বলতে না হয় সে জন্য এতদিন চুপ থেকেছেন বুবলী। আর এটাকেই অনেকে তাদের হাতিয়ার বানিয়ে কাজে লাগিয়েছে। কারণ সবকিছু তুলে ধরলে অনেক ইস্যুতেই অনেকে অসম্মানিত হতো, যেটা তিনি কখনই চাননি। আর এটাকে ব্যবহার করেই তাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, বিচ্ছেদের জন্য কখনই বিয়ে করেননি কিংবা সন্তান নেননি। অবশ্যই সংসার করার জন্য, সুন্দর একটা পরিবারের জন্য অনেক কিছু মেনে নিয়ে এখনো সুখে থাকার চেষ্টা করছেন এ অভিনেত্রী। তিনি মনে করেন বিচ্ছেদ কখনই ভালো কিছু নিয়ে আসে না।
বুবলী বলেন, তিনি চেয়েছিলেন তাদের ছেলের বিষয়টা সুন্দর ভাবে সামনে আসুক, যার জন্য ছেলের আড়াই বছর পর্যন্ত অপেক্ষা করতে হলো। কিন্তু কি কারণে হচ্ছিল না এ বিষয়ে তিনি জানেন না। এমনকি বেবীবাম্পের ছবি দেয়ার সময়ও শাকিবকে নিয়ে তিনি কিছু বলেননি। অনেক কিছু দেখেও না দেখার ভান করেছেন। নিজের কষ্ট হলেও যে কোনো সময় শাকিবের পাশে থাকার চেষ্টা করেছেন বুবলি। শাকিব ভালো থাকুক এটাই বুবলির প্রত্যশা।