চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা ভারতের
চিনি উৎপাদনকারী দেশগুলোর মধ্যে শীর্ষে থাকা ভারত চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, চলতি মাস থেকে চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়ানো হয়েছে। আগামী ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
প্রতিবেদনে আরও বলা হয়, ভারতে চলতি বছর রেকর্ড পরিমাণ চিনি উৎপাদনের প্রত্যাশা করা হয়েছে। প্রত্যাশা অনুযায়ী উৎপাদন হলে প্রায় আট মিলিয়ন টন চিনি রপ্তানির সিদ্ধান্ত আসতে পারে।
ভারত গেলো মে মাসে চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে। যা চলতি বছরের অক্টোবর পর্যন্ত বহাল রাখা হয়েছিল। মূলত, চিনির দামে লাগাম টানাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল।