ফুটবল স্টেডিয়ামে বিস্ফোরণে নিহত ১০, আহত ২০
ইরাকের বাগদাদে ফুটবল স্টেডিয়ামের কাছে বিস্ফোরণের ঘটনায় ১০ জনে মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও আরও ২০ জন আহত হয়েছেন।
শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর পূর্বাঞ্চলে অবস্থিত ক্যাফে ও ফুটবল স্টেডিয়ামের কাছে এ ঘটনা ঘটে। রোববার (৩০ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্সের দেয়া এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
দেশটির নিরাপত্তা ও চিকিৎসা বিভাগের বরাতে প্রতিবেদনে বলা হয়, এ সময় ঘটনাস্থলে গাড়ির সঙ্গে সংযুক্ত বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটে। এর ফলে ঘটনাস্থলের কাছেই থাকা একটি গ্যাসের ট্যাংকারেও বিস্ফোরণ ঘটে। নিহতরা অধিকাংশই পার্শ্ববর্তী স্টেডিয়ামের অপেশাদার খেলোয়াড়।
এদিকে দেশটির সামরিক বিবৃতির বরাতে প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনী বাগদাদে গ্যারেজে গ্যাসের ট্যাংকার বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধান করছে।