আর্কাইভ থেকে বাংলাদেশ

বছরের প্রথম সূর্যগ্রহণ ১০ জুন

জ্যোতির্বিদ্যার দৃষ্টিকোণ থেকে চলতি বছর ২০২১কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছে। কারণ, এই বছর চারটি গ্রহণ রয়েছে। এর মধ্যে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ।  শিগগিরই হতে যাচ্ছে সূর্যগ্রহণ (solar eclipse)। আগমী ১০ জুন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসবে চাঁদ। সূর্যগ্রহণের ফলে অন্ধকারে ঢাকা পড়বে সূর্যের প্রায় ৯৪.৩ শতাংশ। 

এ সময় কেবল একটি বলয় দৃশ্যমান থাকবে। যাকে বলে ‘রিং অব ফায়ার’। সূর্যগ্রহণের ফলে আকাশের কোলে সৌন্দর্য বিচ্ছুরিত হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ১০ জুন দুপুর ১টা ৪২ নাগাদ গ্রহণ শুরু হবে। সন্ধ্যা ৬ টা ৪১ মিনিট পর্যন্ত এই গ্রহণ হবে।

সূর্যগ্রহণ (solar eclipse) বা চন্দ্রগ্রহণ নিয়ে অনেকরই মধ্যে একটা উত্তেজনা থাকে। ১৫ দিনের মধ্যেই দু'টি গ্রহণ হচ্ছে।  বছরের প্রথম গ্রহণটি হয়েছে ২৬ মে। এটি ছিল চন্দ্রগ্রহণ। দেশের বেশিরভাগ জায়গা থেকেই এটি দেখা যায়নি। সূর্যগ্রহণেও সেই একই ঘটনা ঘটতে চলেছে।  

জ্যোতিষচর্চাকারীরা বলছেন, মাত্র ১৫ দিনের মধ্যেই দু'টি গ্রহণ হচ্ছে। তাই নানা প্রাকৃতিক বাধা-বিপত্তির সৃষ্টি হতে পারে।

আগুনের বলয় দেখা যাবে রাশিয়া, কানাডা, গ্রিনল্যান্ড ও উত্তর মেরু থেকে। গ্রহণের চূড়ান্ত অবস্থা প্রত্যক্ষ করা যাবে গ্রিনল্যান্ড থেকে। ইউরোপ ও এশিয়ার উত্তরাংশ থেকেও সূর্যগ্রহণ দেখা যাবে।

জানা গেছে, আগামী ৪ ডিসেম্বর এ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে। আর তা হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

সূত্র: ওয়ানইন্ডিয়া, এইসময়

এস

এ সম্পর্কিত আরও পড়ুন