আইন-বিচার

শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা তারেকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর প্রধানকে অপহরণ, গুম এবং হত্যার উদ্দেশ্যে ষড়যন্ত্রের অভিযোগে তারেক সিদ্দিকসহ ১০ জন সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে মামলার আবেদন করেন অবসরপ্রাপ্ত লে. কর্নেল মো. তৌহিদুল ইসলাম চৌধুরী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি নিউমার্কেট থানায় এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় বাদীপক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার শুনানি করেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মো. সাইফুল আবেদীন, র‍্যাবের সাবেক প্রধান মেজর জেনারেল জিয়াউল আহসান (বরখাস্ত), ডিবির সাবেক ডিসি মো. আব্দুল বাতেন, মো. মোখলেসুর রহমান, ডিবির সাবেক এডিসি গোলাম মোস্তফা রাসেল, গোলাম সাকলাইন, ডিবির সাবেক এসি মাহমুদ নাসের জনি, ডিবির সাবেক পরিদর্শক মো. আবু আজিফ এবং সিরাজুল ইসলাম খান।

কেএস// 

এ সম্পর্কিত আরও পড়ুন