শ্রীলেখার অনেক টাকা প্রয়োজন
টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র মুখ সামাজিক মাধ্যমে সব সময়ই সরগরম। তার ফলোয়ারের সংখ্যাও কম না। তিনি মুখ খুলেই নেটিজেনরা মন্তব্যে ভরে দেন। গণমাধ্যমও তাকে নিয়ে লিখে। কারণ শ্রীলেখাকে নিয়ে ভক্তদের আগ্রগে যোনো একুট বেশিই।
আজ রোববার (৩০ অক্টোবর) অভিনেত্রী একটি পোস্টকে নিয়ে আলোচানভালোই জমেছে।
শ্রীলেখা লিখেছেন, ‘অনেক টাকা চাই! অডি বা মার্সিটিজ কিনবো না। একটা জমি কিনে আশ্রয় বানাবো উদ্ধারকৃত মানুষের সাহায্যের জন্য।’
এরপর অভিনেত্রী লেখেন, ‘ভগবান একটু অসৎ বানালে এতো দিনে হয়ে যেতো। সৎপথে টাকা হয় না। মরে যাওয়ার আগে এটা আমাকে করতেই হবে।’
অভিনেত্রীর এই পোস্টে তার শুভাকাঙ্ক্ষীরা নানান মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ডোনেশন তোলো। আমরা আছি। আর কেউ সাহায্য না করলেও সৃষ্টিকর্তা করবে।’
অন্যজন লিখেছেন- ম্যাডাম, Donation তুলুন _ যতটা পারবো সাহায্য করবো। আর যদি আমাকে বলেন বাকিটা শারীরিক পরিশ্রম দিয়ে পাশে থাকার চেষ্টা করবো।
অপর একজন লিখেছেন, এসব কাজে একার টাকায় হবেনা।যারা সমনস্ক, তাদের একত্র করে কাজটা করতে হবে।কারন জমি বা শেল্টার হলেই কাজটা শেষ হবেনা।তাদের প্রতিদিন এর খাওয়া ও যত্নের খরচটা কিন্তু চলতেই থাকবে