আর্কাইভ থেকে এশিয়া

চীনে সংস্কার কাজের মধ্যেই উঠে গেলো ট্রেন, নয়জনের মৃত্যু

চীনে একটি রেললাইনে সংস্কার কাজের সময় দ্রুতবেগে ছুটে আসা একটি ট্রেনের ধাক্কায় মারা গেছে অন্তত নয়জন। এদের সবাই রেলওয়ের কর্মী।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে গানসু প্রদেশের জিনচ্যাং শহরে রেলের রক্ষণাবেক্ষণ কর্মীরা লাইনের ওপর কাজ করার সময় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, শুক্রবার ভোরে ট্রেনটি উরুমকি থেকে হাংঝুতে যাচ্ছিল। ওই সময় জিনচং শহরে লাইনের কাজ করতে থাকা কর্মীদের চাপা দেয় ট্রেনটি। উদ্ধার তৎপরতা জন্য ঘটনাস্থলে মেডিক্যাল ও জরুরি সেবা টিম মোতায়েন করা হয়েছে।

তবে, কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা নিয়ে প্রশ্ন তুলছে চীনা নেটিজেনরা। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম উইবোতে একজন মন্তব্য করেন, শ্রমিকরা রক্ষণাবেক্ষণের কাজ করলে সেই খবর ট্রেনচালকের অবশ্যই জানার কথা। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল। শুধু শুধুই নয়টি জীবন চলে গেল!

এ ঘটনায় আরো এক নেটিজেন দায়ী ব্যক্তিকে শনাক্তের দাবি জানিয়ে প্রশ্ন করেন, তিনি কে এবং ওই সময় কী করছিলেন?

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন