আর্কাইভ থেকে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হারালো ভারত

 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ম্যচে ১৩৪ রানের সহজ টার্গেট দেয় ভারত। এই ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়ে সেমির পথ সহজ করলো প্রোটিয়ারা।

ব্যাট হাতে মাঠে নেমে প্রথমেই বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। প্রথমেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে প্রোটিয়ারা। তৃতীয় উইকেটের পতনের পর অবশ্য ঘুরে দাঁড়ায় তারা। ১৬ তম ওভারে চতুর্থ উইকেটের পতনের সময় দলীয় সংগ্রহ ১০২ রান। এরপর পেছনে তাকাতে হয়নি তাদের। ২ বল হাতে রেখেই ১৩৭ রান করে প্রোটিয়ারা।

প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চরম বিপর্যয়ে পড়ে ভারত।৮.৩ ওভারে স্কোর বোর্ডে ৪৯ রান জমা করতেই ভারত হারায় প্রথমসারির ৫ ব্যাটসম্যানের উইকেট।

লুঙ্গির গতির শিকার হয়ে একের পর এক সাজঘরে ফেরেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (১৫), অন্য ওপেনার লোকেশ রাহুল (৯)। লুঙ্গির বলে ক্যাচ তুলে দিয়ে আউট হয়েছেন ভারতের এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। লুঙ্গির ঝুলিতে চার উইকেট। তিনটি উইকেট পেয়েছেন ওয়াইন পার্নেল।

২০ ওভার খেলে ১৩৩ রান সংগ্রহ করে ভারত। হারাতে হয় ৯টি উইকেট। দলের পক্ষে সর্বোচ্চ  ৪০ বলে ৬৮ রান করেন যাদব।

জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয়ের দুয়ারে থেকেও বৃষ্টির কারণে সেই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয় প্রোটিয়াদের। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলকে স্রেফ উড়িয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। আজ ছিলো তাদের তৃতীয় ম্যাচ।

আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের জয় দেখতে চেয়েছিলো বাংলাদেশ। ভারত যদি জিততো তাহলে সেমির পথ অনেকটা সহজ হয়ে যেতো বাংলাদেশের। তখন নিজেদের শেষ দুই ম্যাচে ভারত-পাকিস্তানকে হারাতে পারলে সেমিফাইনাল নিশ্চিত হবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটির।

এ সম্পর্কিত আরও পড়ুন